ডিগ্রি ২য় বর্ষ - 'বিবিএস (BBS)' গ্রুপের সকল বইয়ের তালিকা (National University)


ডিগ্রি ২য় বর্ষ (BBS) গ্রুপের সকল বইয়ের তালিকা

যারা ডিগ্রি ২য় বর্ষ ‘বিবিএস (BBS)’ গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সম্পূর্ণ তালিকা জানতে পারেননি, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন, ‘বিবিএস (BBS) গ্রুপের’ ২য় বর্ষের সকল বইয়ের নাম। 

Degree 2nd Year BBS Book List

ডিগ্রি পাস কোর্সের বিবিএস (BBS) বিভাগের দ্বিতীয় বর্ষে একটি আবশ্যিক বিষয় নির্ধারিত রয়েছে, সেটি হলো বাংলা জাতীয় ভাষা। এর পাশাপাশি, শিক্ষার্থী ও কলেজ কর্তৃক নির্ধারিত - প্রথম বর্ষে যে তিনটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করা হয়েছিল, ২য় বর্ষেও সেই একই বিষয়গুলো অব্যাহত থাকবে। তবে এই বর্ষে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের জন্য দুটি করে পত্র নির্ধারিত রয়েছে -  যথাক্রমে ৩য় পত্র (Paper-III) এবং ৪র্থ পত্র (Paper-IV)। ফলে, ২য় বর্ষে একজন শিক্ষার্থীকে মোট ৭টি বই পড়তে হবে।

▣ আবশ্যিক বিষয় : বাংলা

বিষয় Paper Code Paper Title
বাংলা 131001 বাংলা জাতীয় ভাষা

অন্যান্য বিষয়সমূহ

ডিগ্রি ২য় বর্ষে আবশ্যিক বিষয় ছাড়াও আরও বিভিন্ন বিষয় রয়েছে। প্রতিটি বিষয়ের দুটি করে পত্র থাকে (Paper-III ও Paper-IV)। নিচে বিবিএস বিভাগের আবশ্যিক বিষয় ছাড়া অন্যান্য সকল বিষয়ের নাম ও পত্রকোড দেওয়া হলো।

▣ বিষয় : অর্থনীতি (Economics)

Paper Code Paper Paper Title
122201 Paper-III Micro Economics
122203 Paper-IV Money, Banking, Internationl Trade and Public

▣ বিষয় : মার্কেটিং (Marketing)

Paper Code Paper Paper Title
122301 Paper-III Marketing Promotion
122303 Paper-IV Marketing Management

▣ বিষয় : ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking)

Paper Code Paper Paper Title
122401 Paper-III Public Finance & Taxation
122403 Paper-IV Financia Markets & Fundamentals of Investment

▣ বিষয় : হিসাববিজ্ঞান (Accounting)

Paper Code Paper Paper Title
122501 Paper-III Intermediate Accounting
122503 Paper-IV Taxatopm in Bangladesh

▣ বিষয় : ব্যবস্থাপনা (Management)

Paper Code Paper Paper Title
122601 Paper-III Legal Environment of Business
122603 Paper-IV Business Communication

⁝ সংক্ষিপ্তে ↴

  • 🔹 মোট বই : ৭টি (১টি আবশ্যিক + ৩টি ঐচ্ছিক বিষয়ে ৬টি পত্র)
  • 🔹 আবশ্যিক বিষয় : বাংলা জাতীয় ভাষা
  • 🔹 ঐচ্ছিক বিষয় : শিক্ষার্থীর পছন্দ এবং কলেজ কর্তৃক নির্ধারিত অনুযায়ী প্রথম বর্ষের ৩টি বিষয়।

ডিগ্রি ২য় বর্ষের ‘বিবিএস’ গ্রুপের বইগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি নিজের পছন্দ ও কলেজের নির্দেশনা অনুযায়ী সঠিক বিষয় নির্বাচন করতে পারেন। আশা করি এই তালিকাটি আপনাকে বিষয় নির্বাচন ও পড়াশোনার পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। ভবিষ্যতে ডিগ্রি পাস কোর্স সম্পর্কিত আরও নির্দেশনা বা আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।

এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments